আলোকিত সংবাদ ডেস্ক::: বরিশাল নগরীর বান্দ রোডস্থ চাঁদমারী কলোনীতে যৌথবাহিনীর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়। এসময় কিছু পরিমাণ চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, হাতুড়ি এবং লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে সেনাবাহিনী ও কোতয়ালী মডেল থানা পুলিশ, র্যাব-৮ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ওই এলাকার বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার (৩১)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁদমারী স্টেডিয়াম (বঙ্গবন্ধু) কলোনি অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র্যাব-৮ সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এসময় কিছু পরিমাণ চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, হাতুড়ি এবং লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই অস্ত্রগুলো কী কাজে তারা ব্যবহারের জন্য মজুদ করেছে তা জানার চেষ্টা চলছে। এছাড়াও এদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।
তাছাড়া অস্ত্রসহ আটকের ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩৫