নিজস্ব প্রতিবেদক :::: বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪ টার দিকে নগরীর ১০নং ওয়ার্ডস্থ রাজ্জাক স্মৃতি কলোনী থেকে কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই কলোনীর মৃত ইছাহাক মাতুব্বরের ছেলে মোঃ মানিক মাতুব্বর (৩৫), মোঃ দুলাল হাওলাদারের ছেলে মোঃ রুবেল (৩৩), নগরীর গগন গলির বাবুল বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারী (৩১), স্টেডিয়াম কলোনীর মোঃ বাদল খানের ছেলে মোঃ শাহাদাত হোসেন বাপ্পি (৩২), নেহালগঞ্জের মোঃ সেলিম ফরাজী ছেলে মোঃ ইয়ামিন ফরাজী (৩০), স্টেডিয়াম কলোনীর ফিরোজ হাওলাদারের ছেলে বুলু রাকিব (৩৪)।
পুলিশ জানায়- রবিবার ভোর সোয়া ৪ টার দিকে নগরীর ১০নং ওয়ার্ডস্থ রাজ্জাক স্মৃতি কলোনীর মোঃ মানিক মাতুব্বরের বসতঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোঃ নাসিম হোসেন নেতৃত্বে এএসআই মাহাবুবুর রহমান, এএসআই আবদুল কাইয়ুম, এএসআই মহিউদ্দিন, এএসআই আমিনুল ইসলাম, এটিএসআই গাজী মোঃ জাঈদুর রহমানের সমন্বয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়- মাদক সম্রাট মোঃ শাহাদাত হোসেন বাপ্পির নেতৃত্বে তারা দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এই বিগত দিনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাট বাপ্পির গড়ে তোলা বাহিনীর বাহু বলে এলাকায় বেশ কয়েকবার ঝামেলা সৃষ্টি করে আটকও হয়েছিলেন। তার বিরুদ্ধে ২২ টি মামলা রয়েছে। যার মধ্যে ২০ টিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে জানিয়ে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন বলেন, কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিক-নির্দেশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৬