• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল আবাসিক হোটেলগুলাতে দেহব্যবসা বন্ধের দাবিতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ২৩:৫২ অপরাহ্ণ
বরিশাল আবাসিক হোটেলগুলাতে দেহব্যবসা বন্ধের দাবিতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক,বরিশাল ::: বরিশাল নগরীর মহাসিন মার্কেট এর প্রবেশ পথে  অবৈধ হোটেল ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। ১২ আগস্ট দুপুরে বরিশালের হাজী মোঃ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির এক অভিযোগের জবাবে তিনি কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান সহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক অভিযুক্ত হোটেলসহ নগরীতে অবৈধ সব হোটেল ব্যবসা বন্ধের নির্দেশ দেন তিনি।

জানা যায়, হাজী মোঃ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন ও সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল ব্যাবসায়ী প্রতিনিধি দুপুরে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নগরীর ফজলুল হক এভিনিউ রোডস্থ হাজী মোঃ মহসিন মার্কেটের প্রবেশ পথে মনপুরা বোডিং ও ভোলা বোডিং  দুটির উপর তলার ছোট ছোট রুম তৈরী করে সেখানে অবাধে পতিতাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে তারা বলেন, এই ছোট ছোট ঘরে রাত গভীর হলে মাদক সেবনসহ মদ- জুয়ার আসর বসে। আর এই ব্যবসা রমরমা করতে বোডিং মালিকেরা মাকের্টের প্রবেশ পথে এবং ফজলুল হক এভিনিউ রোডে ২০ থেকে ২৫ জনের একটি দালাল গ্রুপকে দাঁড় করিয়ে রাখে। তারা মার্কেটে আগত লোকজনকে এবং প্রধান সড়কে চলাচলকারী লোকদেরকে- আসেন ভাই উপরে ভাল ব্যবস্থা আছে। ভাল জিনিস আছে। কম বয়সি মেয়ে আছে। অল্প টাকায় কাজ করতে পারবেন। এইসব  উক্তি ব্যবহার করে ফাঁদে ফেলছে। তারা বিভিন্ন অপকৌশলে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কথায় কেউ এরিয়ে যেতে চাইলে অনেককে হাত ধরে টেনে দোতালায় নিয়ে যায়। এমতাবস্থায় মার্কেটে আসা ক্রেতারা ও তাদের পরিবার- স্বজনরা চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে ইঙ্গিতপূর্ন বাক্য দ্বারা ইভটিজিং করে এসব দালালরা।

অভিযোগে আরো বলা হয়, আমরা মার্কেট পরিচালনা কমিটি বোর্ডিং মালিকদ্বয়কে মৌখিকভাবে তাদের এই অবৈধ /অসামাজিক ব্যবসা বন্ধ করার অনুরোধ জানাই। কিন্তু তারা আমাদের কথায় কোন কর্নপাত করে নাই। বরং তাদের দৌরত্ম বেড়েই চলেছে। বর্তমানে তাদের গুটি কয়েক লোকের কারনে অত্র এলাকা অনিরাপদ ও মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।

ব্যবসায়ীদের এই অভিযোগ আমলে নিয়ে বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তাৎক্ষণিক মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নগরীর সব হোটেলে অভিযান পরিচালনা এবং অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে এমন সব আবাসিক ও অনাবাসিক হোটেল বন্ধ করার নির্দেশ দেন।।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএমপি পুলিশ কমিশনার নির্দেশনায় নগরের অবৈধ আবাসিক হোটেল গুলোতে অভিযান পরিচালনা করা হয়ে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযান অব্যাহত রয়েছ।