নিজস্ব প্রতিবেদক,বরিশাল ::বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কাউনিয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬সেপ্টেম্বর) চরবাড়িয়া ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।
আরও উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. বাবুল হোসেন খান, সভাপতি মাসুদ হাং, সদস্য মো. শুকুর বেপারী, ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. মিজানুর রহমান ও আয়নাল বেপারী, সভাপতি ইউসুফ আলী হাং, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি গাজী মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যকর্মীরা।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়,এটি পুরো সমাজকে ধ্বংস করছে। তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জুয়া নীরব বিষের মতো সমাজকে গ্রাস করছে। পরিবারে অর্থনৈতিক সংকট, অশান্তি এবং সামাজিক অবক্ষয়ের মূল কারণ হয়ে উঠছে জুয়া। তাই মাদক ও জুয়া প্রতিরোধ শুধু প্রশাসনের নয়—এটি সামাজিক দায়িত্ব।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, “ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে জনগণের অভিযোগ,পরামর্শ ও প্রত্যাশা গুরুত্ব সহকারে শোনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
তিনি আরও বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং বাল্যবিবাহের মতো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়—জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৬