• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি পঙ্কজ দেবনাথের সাইবার মামলা থেকে খালাস সাংবাদিক হাসিবুল ইসলাম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৪:৫০ অপরাহ্ণ
সাবেক এমপি পঙ্কজ দেবনাথের সাইবার মামলা থেকে খালাস সাংবাদিক হাসিবুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল ৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা) সাবেক এমপি পঙ্কজ দেবনাথের করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাসিবুল ইসলাম।

একই সাথে এই মামলার অপর অভিযুক্ত বরিশালের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল ‘বরিশালটাইমসের’ সম্পাদক শাকিব বিপ্লবকেও খালাস দেওয়া হয়েছে। সাবেক এমপির মামলায় দুই সাংবাদিকের খালাস প্রাপ্তির বিষয়টি সোমবার নিশ্চিত করেন সাইবার ট্রাইব্যুনাল, বরিশাল আদালতের বেঞ্চ সহকারি নাজমুল ইসলাম।

জানা গেছে, হাসিবুল ইসলাম আমিন মোহাম্মদ গ্রুপের দৈনিক সময়ের আলো পত্রিকাসহ ‘বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ‘বরিশালটাইমস’ নিউজপোর্টালে বরিশাল ০৪ আসনের সাবেক এমপি পঙ্কজ দেবনাথের অনিয়ম-দুর্নীতি এবং সংসদীয় এলাকায় সন্ত্রাস করা নিয়ে একাধিক প্রতিবেদন করেন।

বিশেষ করে ২০২০ সালের আগস্ট মাসের শেষের এই সাংসদের উপস্থিতি মেহেন্দিগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে এক বিধবা নারীকে তার কর্মীরা মারধর করার একটি খবর বরিশালটাইমসে প্রকাশিত হলে সেটি ভাইরাল হয়ে যায়। এতে পঙ্কজ দেবনাথ ক্ষুব্ধ হয়ে একই বছরের ০২ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ থানায় বরিশালটাইমস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব এবং বার্তা সম্পাদক হাসিবুল ইসলামকে অভিযুক্ত করে সাইবার আইনে একটি মামলা করেন। আলোচিত এই মামলাটির বাদী পঙ্কজ দেবনাথের সহযোগী মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভুলু।

পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তদন্ত শেষে দুই সাংবাদিককে অভিযুক্ত করে অন্তত ১০টির বেশি ধারায় আদালতে প্রতিবেদন দেয়। এই মামলার ১ নম্বর আসামি সিনিয়র সাংবাদিক শাকিব বিপ্লব গ্রেপ্তার হয়ে এক মাসের অধিক সময় করান্তরীণও ছিলেন।

সাইবার আদালতের বেঞ্চ সহকারি নাজমুল ইসলাম জানান, এই মামলাটি আদালতে ৫ বছর ধরে চললেও বাদী এবং সাক্ষী কেউ কখনও উপস্থিত ছিলেন না। এই মামলাটি রাজনৈতিক ভাবে হয়রানির উদ্দেশে করা হয়েছে, এমনটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারক গোলাম ফারুক সাংবাদিক হাসিবুল ইসলাম এবং শাকিব বিপ্লবকে খালাস দিয়েছেন।

হয়রানিমূলক মামলা থেকে খালাস প্রাপ্তির পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক হাসিবুল ইসলাম বলেন, বিচার পেতে অনেক বিলম্ব হয়েছে। তবে এতে সত্যের জয় হলো।’