• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের জমিতে ক্লাব নির্মাণ করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১৭:৫৯ অপরাহ্ণ
মসজিদের জমিতে ক্লাব নির্মাণ করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মসজিদের জমিতে দলীয় ক্লাবঘর নির্মাণ করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান অনুমোদন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপ্রকার পদ থেকে বহিষ্কার করা হলো এবং দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেন।