• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে : নাহিদ ইসলাম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ২০:১৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....

মাসুম খান, ঝালকাঠি ::: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

রবিবার (১৩ জুলাই) বিকেলে এনসিপি নেতৃবৃন্দ একটি গ্রুপের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে গিয়ে অবস্থান নেয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে।

তিনি বলেছেন, স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই যা তারা করে নাই। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন শুধু আওয়ামী লীগ দেশ ছেড়ে গেলেই হবেনা। দেশকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। যারা জনগনের বিরুদ্ধে যাবে তাদের সাথে ঐক্য করা সম্ভব হবেনা। আমরা কোন মাফিয়া দল হতে চাইনা। প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এরআগে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩ তম দিনে ঝালকাঠিতে এ কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টায় কলেজ মোড় সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশ।

অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র ডেপুটি সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি, বরিশাল ও ঝালকাঠির স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে যোগ দেবার পূর্বে নেতৃবৃন্দ নেছারাবাদ দরবার শরীফে হযরত কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত করেন।