ভোলা প্রতিনিধি ::: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী (বৃদ্ধ) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পঞ্চায়েত বাড়ির দরজার চৌরাস্তা এলাকার সেলিমের চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, একই এলাকার মোজাম্মেল হক কাজল পঞ্চায়েতের ছেলে সুফিয়ান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় আলী আকবরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সুফিয়ানের বাবা মোজাম্মেল হক কাজল পঞ্চায়েত জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছে এবং কাঞ্চন মিয়াজীর কাছেও চাঁদা দাবি করেছে। টাকা না দেওয়ায় সে হামলা চালিয়েছে বলে স্বীকার করেন তিনি। পাশাপাশি তিনি তার ছেলেকে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানার মধ্যেই পুনরায় হামলার শিকার হন বাদী হুমায়ুন কবিরসহ আরও কয়েকজন।
অভিযোগ সূত্রে জানা যায়, থানায় উপস্থিত পুলিশ সদস্য ও সাংবাদিকদের সামনেই অভিযুক্ত সুফিয়ান ফের হামলার চেষ্টা চালায় এবং বাদীকে প্রকাশ্যে হুমকি দেয়। পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে তার সঙ্গে থাকা লোকজনের সহায়তায় থানার ভেতর থেকেই পালিয়ে যায়।
এ ঘটনায় থানার নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদটি পঠিত হয়েছেঃ ৪৮