• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল পোর্টরোড রাস্তায় আনারস রোপণ করে ব্যবসায়ীদের ব্যতিক্রমী প্রতিবাদ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ১৯:৪২ অপরাহ্ণ
বরিশাল পোর্টরোড রাস্তায় আনারস রোপণ করে ব্যবসায়ীদের ব্যতিক্রমী প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর পোর্টরোড এলাকার সড়কটি বেহাল দশায় যাত্রী ও চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ এবং গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। আর গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে গর্তগুলোতে কাদা পানি জমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার মধ্যে আনারস রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন যাবত যাত্রীরা ও পণ্যবাহী ট্রাকচালকরা নাজেহাল।

রোববার (১৩ জুলাই) সকালে পোর্টরোডে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন করা হয়। পরে তারা রাস্তায় আনারস রোপন করে।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। ফলে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে ও বরিশাল পোর্টরোড ফল ও আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান, বরিশাল নগরীর পোর্ট রোডের ৪০৪ মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ৬ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। এরমধ্যে লঞ্চঘাট থেকে ফলপট্টির মোড় পর্যন্ত ২০২ মিটার সড়কের বেহাল দশা। এটি সংস্কারে আসবে না বিধায় নতুন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। যা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করার ইস্টিমেট মন্ত্রণালয় পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ হলেই ওয়ার্ক অর্ডারের মাধ্যমে শুরু করা হবে।