• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১৪:২৬ অপরাহ্ণ
৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মৌলভীবাজারের কুলাউড়ায় মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিভিন্ন উপহার পেয়েছেন ৬০ জন শিশু-কিশোর শিক্ষার্থী। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়।

স্থানীয় কাদিপুর ইসলামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ শাহীন আহমদের সভাপতিত্ব ও মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারি, শিল্পী ও আলোচক, আত-তাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ।

আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুরসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয়বারের প্রতিযোগিতায় এলাকার ৬০ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে পুরস্কারের জন্য নির্বাচিত হোন।

লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জনকে যৌথভাবে পঞ্চম স্থান বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার বাই সাইকেল পান শিক্ষার্থী রাফি। এ ছাড়া দুইজনকে সেলাই মেশিন, একজনকে চার্জার ফ্যান, সাতজনকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মধ্যে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, শিশু-কিশোররা বর্তমানে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে মাদকাসক্ত হয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে।

এলাকার শিশু-কিশোরদের খারাপ কাজ থেকে দূরে রাখতে ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এর আগেও সংগঠনের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ৫০ শিশু কিশোরকে পুরস্কার দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ছাড়া অনুষ্ঠানে এলাকা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।