নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল নগরীর রুপাতলী এলাকায় একটি প্ল্যাট বাসা ভাড়া করে দুই বছর ধরে স্বামী – স্ত্রী পরিচয় অবৈধভাবে সংসার করার অভিযোগ উঠেছে।
বিষয়টি স্থানাীয়রা বাড়ির মালিকের কাছে বললে উভয়পক্ষের পরিবারের লোকজনকে জানান।
নগরীর ২৫ নং ওয়ার্ড রুপাতলী আদর্শ সড়ক মোঃ শাহআলম বাচ্চুর ভাড়াটিয়া।
আজ সোমবার (২০ আগষ্ট) রাত সাড়ে ৯ টায় আদর্শ সড়ক এলাকায় এঘটনা ঘটে।
ঐ যুবক বানারীপাড়া থানা,গাভা গ্রাম ৭নং ওয়ার্ডের বাসীন্দা মৃত আঃ রউফ এর ছোটো ছেলে মোঃ আঃ কাইয়ুম (ডিমন)(২৮)।
চাখার ইউনিয়ন,খলিষাকোটা বাজার সোনাহার গ্রাম ৯নং ওয়ার্ডের বাসীন্দা মোঃ রবিউল কাজীর মেয়ে রুবি আক্তার মিম (১৮)।
বাড়ির মালিক মোঃ শাহআলম বাচ্চু বলেন, মিম আক্তার অপসোনিনে চাকরির কথা বলে প্রায়ই দুই বছর ধরে বসবাস করতে আছে। কিন্তু এই মেয়েটি অশ্লীল ভাবে চলা ফেরা করেন।আমি কিছুদিন আগে বেশ কয়েকবার ডাক নিয়েছি এবং এর বাসায় বহিরাগত মেয়ে ও ছেলেদের যাতায়াত ছিলো।
এবিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০২