বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার বিএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।
বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে
কল্যাণ সভার শুরুতেই বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাশাপাশি জুলাই মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিগত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার।
এর আগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড পুলিশ কমিশনার অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন। এসময় পুলিশ কমিশনার অফিসার ও ফোর্স এর পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বিএমপি’র সদস্যদের খেলাধুলা ও শরীরচর্চা অব্যাহত রাখতে পুলিশ লাইন্স এর মাল্টিপারপাস ভবনে বিএমপি’র ‘স্পোর্টস কর্নার’রউদ্বোধন করেন।
এ সব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক), মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদ পদবির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩৮