নব্বই দশকে ঢাকাই সিনেমার রোমান্টিক নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ। মৃত্যুর দুই দশকেরও বেশি সময় কেটে গেলেও এই ইন্ডাস্ট্রিতে রোমান্সের কিং বা আইকন এখনো তিনি। তার
সেই ক্রেজ, জনপ্রিয়তাকে কেউ টপকাতে পারেননি।
রুপালি পর্দার মতোই বাস্তব জীবনেও নায়কদের চরিত্রের মিল খুব একটা পাওয়া যায় না। তবে ইমন থেকে সালমান হওয়া নায়ক রুপালি পর্দার মতোই বাস্তব জীবনেও ছিলেন দারুণ রোমান্টিক। এক পলক দেখেই সামিরাকে ভালোবেসে ফেলা, তাকে নানমাত্রিক প্রেমময় কায়দায় মুগ্ধ করে ভালোবাসায় আবদ্ধ করা, তাকে আপন করে পাওয়ার জন্য নানা পাগলামির অনেক গল্প আজও সালমান ভক্ত তথা তরুণদের হৃদয়ে দোলা দেয়।
বিয়ের পর স্ত্রী সামিরার সঙ্গে মনোমালিন্য হলে তার রাগ ভাঙাতে হেলিকপ্টার ভাড়া করে ফেলার মতো দুর্দান্ত এক প্রেমিক ছিলেন লাখো তরুণীর ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। সামিরার সঙ্গে তার সেই প্রেমকে সিনেমার পর্দায় বারবার তুলে আনার দাবি উঠেছে ভক্তদের মধ্যে। অনেক ভক্ত আবার সামিরাকে সালমানের মৃত্যুর জন্য দায়ী মনে করে সেই দাবির বিপক্ষেও কথা বলেছেন।
এমনি মিশ্র প্রতিক্রিয়ার মুখে বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ চেয়েছিলেন সালমান ও সামিরার প্রেমকাহিনী সিনেমায় তুলে ধরবেন। ঘোষণাও দিয়েছিলেন তিনি সিনেমাটির। নাম ঠিক করেছিলেন ‘স্বপ্নের রাজকুমার’। তবে রোববার, ৬ অক্টোবর ছটকু আহমেদ জাগে নিউজকে জানান, এই ছবিটি হচ্ছে না। সালমান শাহের মা নীলা চৌধুরীর আপত্তির কারণেই সিনেমাটির নির্মাণ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৮