নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর সম্মেলিত চাপে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন সাত কারবারি।
শনিবার (২৬ জুলাই) বিকালে তারাব পৌরসভার মৈকুলি বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে তারা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে এ অঙ্গীকার করেন।
তারা হলেন- হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া। তারা সকলেই উপজেলা তারাব পৌরসভার মৈকুলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে এ চক্রটি দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারিভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনায় এলাকা অশান্ত ও নিরাপত্তাহীন হয়ে উঠেছিল। এলাকায় শান্তি ফেরাতে সম্প্রতি মৈকুলী এলাকায় স্থানীয়রা মাদকবিরোধী সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৪