• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর কেডিসির চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ১৪, ২০২৫, ২০:১৯ অপরাহ্ণ
নগরীর কেডিসির চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক::: বরিশাল মেট্রোপলিটন (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ কেডিসির চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা ও তার সহযোগী এক যুবককে (১৫পিস) ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। ডিবি পুলিশের এই অভিযানকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক সারে ৭টার সময় কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী আসমা (অন্ধ আসমা) কেডিসি এলাকার বাসিন্দা আবু হোসেন ফরাজীর মেয়ে ও তার সহযোগী পটুয়াখালী মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ রায়হান মৃধা।

স্থানীয়রা জানান, নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে আসমা (কানা আসমা) মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করে যুবসমাজের তরুণ ও তরুনীদের ধ্বংস করে আসছে।
এদের ভয়ে স্থানীয়রা প্রতিবাদ করতে পারেন না।

গোপন সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের কেডিসি বালুর মাঠ এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা সাপ্লাই দিতে আসেন রায়হান। এসময় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আসমা ও তার সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

উক্ত অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীদের ছবি ও তথ্য সংগ্রহ করতে পুলিশ কমিশনার অফিসের পাঁচ তলায় গেলে এস আই রাহাতুল ইসলাম সংবাদকর্মীদের আটকের তথ্য দিতে অস্বীকার প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক, কেডিসি এলাকার বাসিন্দা জানান, বালুর মাঠ এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ডিবির এস আই মোঃ রাহাতুল ইসলাম স্যার, আসমা ও রায়হানকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদের সাথে চাঁদমারী এলাকার একটি খাবার হোটেলে বসে সমঝোতা করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিবি পুলিশের (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, কেডিসি বালুর মাঠ থেকে নারী মাদক কারবারি আসমা ও তার সহযোগী রায়হানকে আটক করা হয়েছে। তবে আসামিদের ছবি তা তথ্য কেনো দিচ্ছে না। এটার বিষয় আমি কিছু জানি না।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায় নি।