নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতার আতংকে কেডিসি’র মাদক ব্যবসায়ীরা। শামীম ফরাজি ওরফে সম্ভু’র গাঁজা ও ইয়াবাসহ হৃদয় আটক!
প্রসংশায় বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। কেডিসি বালুর মাঠ কলোনির স্থানীয় বাসিন্দারা অভিযানিক টিমকে সাধুবাদ জানিয়েছে।
শনিবার (৬জুলাই) রাত সারে বারোটার সময় চাঁদমারী এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি যুবক হলেন, নগরের ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ কলোনির বাসিন্দা নান্না চৌকিদারের ছেলে মোঃ হৃদয় চৌকিদার (২৩)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কেডিসি কলোনির চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম ফরাজি ওরফে সম্ভু’র নেতৃত্বে হৃদয় (মাদকদ্রব্য) ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১০নং ওয়ার্ডস্থ চাঁদমারী রোডের আলতাফ মিয়ার ইট খোলার সামনে (মাদকদ্রব্য) গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছেন।
এমন সংবাদের ভিত্তিতে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পুরিয়ায় ৩০০গ্রাম গাঁজা জব্দ করে হৃদয়কে আটক করতে সক্ষম হয়েছে।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, বিএমপি পুলিশ কমিশনার দিকনির্দেশনায়,কোতয়ালী মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানে অব্যাহত রয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২১৬