• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে গণধর্ষণের দায়ে ৪ ধর্ষককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৯:০১ অপরাহ্ণ
বরিশালে গণধর্ষণের দায়ে ৪ ধর্ষককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল নগরী কাউনিয়া বিসিক এলাকায় এক কিশোরী কে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।

আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। আটকৃত হলেন একই এলাকার মো: বাবুল, সঞ্চয় দেবনাথ, সালমা আক্তার ও আসাদ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল নিশাত জানান, গত ২৪ এপ্রিল রাতে গণধর্ষণের শিকার ওই কিশোরীকে নেশা জাত দ্রব্য খাইয়ে পলাতক আসামি শামিমসহ আটকৃতরা ধর্ষণ করে।

এই ঘটনায় প্রথমে প্রভাবশালী মহল ধামাচাপা দেবার চেষ্টা করলেও পরবর্তীতে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলা দায়ের করা হলে উল্লেখিতদের গ্রেফতার করা হয়।

অপর দিকে নির্যাতনের শিকার ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষা করার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান কাউনিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।