নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে ময়না পাখি বিক্রি করতে আসা তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তরুণকে আটকের পর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম তাকে জরিমানা করেন।
ময়না পাখি বিক্রি করতে আসা তানজীম ইসলাম (১৯) মাদারীপুরের চরখাগদী গোরস্থান রোডের বাসিন্দা তোতা হাওলাদারের ছেলে।
বরিশাল এনিমেল ওয়েলফেয়ারের সমন্বয়ক সৈয়দা সাবিকুন্নাহার তুবা বলেন, অনলাইনে ময়না পাখি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে তার ছোট বোন পাখি কেনার আগ্রহ প্রকাশ করে। প্রথমে তারা বিষয়টি বুঝতে পেরে ময়না পাখিটি নিয়ে আসতে চায়নি। পরে ময়না পাখির বাচ্চা নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা আসে। তখন বন বিভাগকে জানালে তাদের সহায়তায় তরুণকে আটক করে ময়না পাখির বাচ্চা উদ্ধার করা হয়েছে।’
বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর নির্দেশনায় অভিযান পরিচালনা করে পাখির বাচ্চা উদ্ধার ও তরুণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নিয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা পাখির বাচ্চাটি এখনও উড়তে পারে না। তাই বাচ্চাটিকে লালন-পালনের জন্য কারো জিম্মায় দেওয়া হবে। পরে বনে অবমুক্ত করা হবে।’
সংবাদটি পঠিত হয়েছেঃ ২১৮