নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ মৃত্যু বরণ করেছেন। ২৮ এপ্রিল সোমবার বিকেল সারে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে বজ্র ও বৃষ্টিপাতের সময় আসমা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন। কাজ শেষে ঘরে ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মোসাঃ আসমা আক্তার ওই এলাকার রুবেল মাঝির স্ত্রী।
ঘটনার খবর শুনে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।এ ব্যাপারে নলছিটি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, দপদপিয়া এলাকায় আসমা নামের এক গৃহবধূর বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু সম্পন্ন করা হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৪১