• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুকুর থেকে মানুষের কাটা হাত-পাসহ শরীরের টুকরো উদ্ধার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫, ২৩:৩২ অপরাহ্ণ
বরিশালে পুকুর থেকে মানুষের কাটা হাত-পাসহ শরীরের টুকরো উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠী হাতেম মীরার দিঘী ও পাশের একটি পুকুর থেকে মানুষের কাটা হাত, পা ও শরীরের পাঁচটি অংশের টুকরো উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) সকাল নয়টার দিকে জাতীয় সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিঘী ও তার পাশের একটি পুকুর থেকে ডুবুরী দলের সহায়তায় অজ্ঞাত ব্যক্তির লাশের এসব টুকরো উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন শিকদার জানিয়েছেন, স্থানীয় স্কুল পড়ুয়া এক তরুণ প্রথমে হাতেম মীরার দিঘীতে একটি কাটা পা দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরবর্তীতে তারা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে মানুষের শরীরের এসব কাটা অংশ এখানে ফেলা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।