নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ৪ আগষ্ট ফেনীর মহিপালে আন্দোলনরত ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার ঘটনায় ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আরো এক আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার কালিদহ ইউনিয়ের বাসিন্দা মৃত ছেরাজুল হকের কন্যা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজু (৩৫) এবং সোনাগাজী উপজেলার বাসিন্দা শেখ জাফর উল্লাহ’র সন্তান শেখ মো. ইব্রাহিম (৩২)
আসামিদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ছাত্র হত্যা মামলায় জড়িতদের ব্যাপারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৩