• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনকারীদের নিরাপত্তা চেয়ে ববি ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ১৮:৪৬ অপরাহ্ণ
ছাত্র আন্দোলনকারীদের নিরাপত্তা চেয়ে ববি ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদ,বরিশাল:: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ছাত্রদল নেতা মো: রাফি সিকদারের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো: বিল্লাল হোসেনন‚ আল হাসান তৌফিক, তাহসিন নাবিল‚ মো: হাসান‚ মো: ফয়সাল রহমান তামিম, সাদমান আহমেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।

ছাত্রদল নেতা রাফি সিকদার বলেন, ‘আন্দোলনে অংশ নেওয়া সকলে আমাদের ভাই-বোন। এদেশের ছাত্রসমাজের হাতেই এদেশের সংস্কার। এই আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা এবং হত্যা চেষ্টা করা মানে এই ২৪ এর বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা। আমার মনে হয় এটা মূলত প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল প্রতিষ্ঠান খুব শিগগিরই যদি আওয়ামী ছাত্রলীগ দোসরদের খুঁজে আটক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট হবে এবং ২৪ এর বিপ্লব ধুলিসাৎ হবে। ২৪ এর অর্জন আমাদের ভাই-বোন বাবা-মায়ের আত্মত্যাগের ফল।

আওয়ামী দুঃশাসনের সময় সক্রিয় আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের স্বৈরাচারীদের দ্রুত আইনের আওতায় এনে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং সকল আন্দোলনকারী দের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’