• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জাতীয় নাগরিক কমিটির অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ১৬:০০ অপরাহ্ণ
বরিশালে জাতীয় নাগরিক কমিটির অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক,বরিশাল:::বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

আজ সকাল ১১টার দিকে নগরীর বিবির পুকুর পাড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জাতীয় নাগরিক কমিটির সংগঠক শাকিল মৃধা বলেন, আলোচনা সভার মধ্যে একদল আওয়ামী লীগের লোক এসে হামলা চালান। তারা বলেন রাস্তা আটকে আলোচনা সভা করা যাবে না। তারা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং চেয়ার ছুড়ে মারেন।

উপস্থিত পুলিশ সদস্যরা জানান, এখানে আচমকা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে পারত। আমরা নিরাপত্তার দায়িত্বে ছিলাম। উভয় গ্রুপকে সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে কোনো সমস্যা নেই।