• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা হেলাল মিয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১৯:১২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা হেলাল মিয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত
সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::: মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়ার মহতি উদ্যােগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্প অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার উলানিয়া ইউনিয়নের হর্ণি গ্রামের হাড়িয়া এরব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা।
আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন এর মাধ্যমে উদ্দ্যেক্তা হেলাল উদ্দিন মিয়ার পিতা-মাতার কল্যানে বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

গাইনী, মেডিসিন, শিশু বিশেষজ্ঞ, চর্মরোগ রোগ বিশেষজ্ঞ ৩জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন । এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫শতাধিক রোগীকে এদিন চিকিৎসা সেবা দেওয়া হয়। এ চিকিৎসা সেবা পেয়ে প্রান্তিক মানুষ সন্তোষ্টি প্রকাশ করেছেন। রোগী আব্দুল লতিফ বিশ্বাস, আসমা বেগমসহ আরো অনেকে বলেন, আমরা গরীব অসহায় মানুষ, ফ্রী চিকিৎসা নিতে পেরে খুশি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হেলাল উদ্দিন মিয়াকে, তার কারণে আমরা ফ্রী চিকিৎসা পেয়েছি।

চিকিৎসকরা হলেন,ডাঃ মুজাহিদ, ডাঃ ইসতিয়াক ও ডাঃ মাসুম। ডাক্তার মুজাহিদ বলেন, এখানেই আমার নানা বাড়ি, আমার নানা বাড়ির এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এখানকার প্রত্যান্তঞ্চলের গরীব অসহায় মানুষের ফ্রী চিকিৎসা প্রদানের ব্যবস্থা করায় লন্ডন প্রবাসী বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন মিয়াকে ধন্যবাদ জানাই।

মেডিকেল ক্যাম্পের আয়োজক লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়া বলেন, মানব সেবার মধ্যে কল্যান থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতি করি। আমার সময়, শ্রম, যৌবন, অর্থবিত্ত সবকিছু জিয়ার আর্দশের পথে উৎসর্গ। দুর্যোগ দুর্বিপাকগ্রস্ত মানুষের পাশে সব সময় আছি থাকবো। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে বরিশাল ৪ আসনে মানবসেবার কাজ করছি।

তবে স্থানীয়রা বলেন প্রবাসী হেলাল উদ্দিন মিয়ার মানবিকতার দৃষ্টান্ত স্মরণীয় হয়ে থাকবে, তিনি মহতি উদ্যেগকে স্বাগত জানাই, তার মতো নেতাকে বিএনপির নমিনেশন দেওয়ার দাবী জানাই, এদের মতো লোক বিএনপির নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলে দেশের উন্নয়ন এবং মানবিক কাজ বেশি হবে।