• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় যুবদ‌ল নেতা হত‌্যা মামলার আসমি ঢাকায় গ্রেপ্তার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ২৩:১১ অপরাহ্ণ
ভোলায় যুবদ‌ল নেতা হত‌্যা মামলার আসমি ঢাকায় গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি ::: ভোলায় যুবদ‌ল নেতা আবু তৈয়ব হত‌্যা মামলার আসামি মো. রা‌কিবকে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শ‌নিবার (৭ ডিসেম্বর) দুপু‌রের দি‌কে রাজধানী ঢাকা উদ‌্যা‌নের এলাকার এক‌টি চা দোকানের সাম‌নে থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রা‌কিব লাল‌মোহন উপ‌জেলার বদরপুর ইউনিয়‌নের দেবীরচর গ্রা‌মের নুরু হাওলাদা‌রের ছে‌লে ও ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের যুবদ‌লের সাধারণ সম্পাদক তৈয়ব হত‌্যা মামলার ৪ নম্বর আসামি।

র‌্যাব-৮ ভোলা ক‌্যা‌ম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রা‌কিব দীর্ঘদিন ধ‌রে পলাতক ছি‌ল। শ‌নিবার দুপুরে র‌্যাব-৮ ও ২ এর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তা‌কে লাল‌মোহন থানায় হস্তান্তর করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

উল্লেখ্য- গত ১৮ নভেম্বর লালমোহন উপ‌জেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারের খাজনা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের উত্তর শাখার বিএনপির সভাপতি শহিদুল্যাহ ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামাল সুইচের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০/১২ জন আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত আবু তৈয়ব ও শাওনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তৈয়ব মারা যান। এ ঘটনায় লাল‌মোহন থানায় ২৫ জ‌নের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০/১০ জ‌নের বিরু‌দ্ধে মামলা হয়।