• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজন বহিষ্কার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ২০:০৫ অপরাহ্ণ
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজন বহিষ্কার
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত নিউজ ডেক্স::দলীয় শৃঙ্খলা ভঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের কি কারণে বহিষ্কার করা হয়েছে কেন্দ্র থেকে জানায়নি।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে ও ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাদের বহিষ্কারের সিদ্বান্ত অনুমোদন দেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।