• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের লাইসেন্সধারী পিস্তল উদ্ধার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১৫:২৮ অপরাহ্ণ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের লাইসেন্সধারী পিস্তল উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক,বরিশাল::  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে। রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদকের পক্ষ থেকে আসাদুজ্জামান খানের নয়টি ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরা হয়েছে। লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুদক মামলা করেছে। তদন্তে জানা গেছে, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন।

দুদক আদালতকে আরও বলেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আটটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে।