• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ রক্ষা হয়নি আমুর,গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১৫:০৪ অপরাহ্ণ
শেষ রক্ষা হয়নি আমুর,গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক,বরিশাল::আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বিরুদ্ধে ঝালকাঠিতে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে নালিশি মামলা হয়েছে। এছাড়া তার ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে আমুর সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী ও নেতা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য নিজ্ব এলাকা ঝালকাঠি থেকে পালিয়ে ঢাকা গেলেও শেষ রক্ষা হয়নি, গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারগ্রেপ্তার।