• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুবদলকর্মী হত্যা: ৫ দিনের রিমান্ডে শেখ হাসিনার ভাতিজা মঈন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১৭:৫৯ অপরাহ্ণ
যুবদলকর্মী হত্যা: ৫ দিনের রিমান্ডে শেখ হাসিনার ভাতিজা মঈন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::: যুবদলকর্মী শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আদেশ দেন। এরআগে দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান-২ থেকে মঈন উদ্দিন আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদলকর্মী শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।