• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ বছরের কারাদণ্ড

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১৬:১৭ অপরাহ্ণ
সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ বছরের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

কারাদণ্ড প্রাপ্ত রবিউল খলিফা বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।