নিজস্ব প্রতিবেদক ::: হেফাজতে ইসলাম বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও নগরীর খাজা মঈনুদ্দিন জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল হালিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ওলামায়ে কেরামদের মতামতের ভিত্তিতে মাওলানা মোহাম্মদ আবদুল হালিমকে সভাপতি, মাওলানা তৌফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওলানা মুখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু জাফরকে অর্থ সম্পাদক এবং মাওলানা শরীফুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া মাওলানা শেখ মোহাম্মদ সানাউল্লাহ মাহমুদীকে সভাপতি, মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিন ফারুকীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা সাইদুর রহমানকে অর্থ সম্পাদক এবং মাওলানা আল-আমিনকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩০