• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় জাতীয় পার্টির নেতা সিদ্দিকুর রহমান গ্রেপ্তার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ২৩:০১ অপরাহ্ণ
বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় জাতীয় পার্টির নেতা সিদ্দিকুর রহমান গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে বিএনপির অফিস পোড়ানো মামলায় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করে নগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সিদ্দিুকুর রহমান বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিকুরকে আটক করা হয়েছে। আটকের পর তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছি।

এর আগে, গত ৪ আগস্ট দুপুরে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় বরিশাল নগরীর ৯ কাউন্সিলরসহ ২১ জন কারাগারে রয়েছেন।