• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে বিএনপির দলীয় অফিস অগ্নিসংযোগের মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১৯:৩৮ অপরাহ্ণ
উজিরপুরে বিএনপির দলীয় অফিস অগ্নিসংযোগের মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইউনিয়ন বিএনপির অফিস পুড়িয়ে দেয়ার মামলার প্রধান আসামী গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাকলাইন হোসেন খান কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব। মঙ্গলবার গভীর রাতে বরিশালের কাশিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লাভলু হোসেন।

উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গুঠিয়া বন্দরের প্রধান সড়কের পাশে বিএনপি অফিস পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা বাদী হয়ে মামলা করেন। মামলার পর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে গুঠিয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাকলাইন কে ।

তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা বরাতে ওসি বলেন, ঘটনার দিন বিকেলে আসামীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে পেট্রোল ছিটিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ করা হয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।