• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আ, লীগ নেতা শিপনের বিরুদ্ধে মামলা করলেন বিএনপি নেতা বাবুল

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ২৩:২৩ অপরাহ্ণ
বরিশালে আ, লীগ নেতা শিপনের বিরুদ্ধে মামলা করলেন বিএনপি নেতা বাবুল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ॥ মিথ্যা মামলা দেওয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে বরিশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক নুরুল আমিন কোতয়ালী থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলী হায়দার বাবুল। মামলায় শিপনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, চাঁদাদাবী, মানহানীর অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৩ সালে হরতাল চলাকালীন রুপাতলী বাসটার্মিনালে বাস পোড়ানোর অভিযোগে আলী হায়দার বাবুলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় কারাবরণ শেষে ২০১৬ সালে খালাস পান বাবুল। এতে তার সামাজিক সম্মান ক্ষুন্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় বলা হয়, বরিশাল নগরীর সাগরদীতে ২০১৩ সালের ২৭-২৯ অক্টোবর ১৮ দলীয় ঐক্যজোট তিন দিনের হরতালের ডাক দেয়। হরতালে ২৮ অক্টোবর রাতে রুপাতলী বাসটার্মিনালের বাসে আগুন দেওয়ার অভিযোগে কোতয়ালী থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা শিপন। মামলায় ১৪ জনকে নামধারী ও ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা দায়েরের প্রায় একমাস পর বাবুলকে অজ্ঞাতনামা আসামি করা হবে জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে শিপন। এর কয়েকদিন পর বাবুলকে আটক করে পুলিশ। পরে শিপনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগ করেন বিএনপি নেতা বাবুল। পরে ওই মামলায় বাবুলের বিরুদ্ধে চার্জশীট দেওয়া হয়। তবে ২০১৬ সালে আদালতের বিচারক তাকে মামলা থেকে খালাস দেন। মিথ্যা মামলায় ফাঁসানোর বিচার চেয়ে এ মামলা করেছেন বলে বাদী আলী হায়দার বাবুল জানিয়েছেন।