পটুয়াখালীর মির্জাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো.শওকত আলী ও পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মাদ আব্দুল্লাহ। উপজেলার কেন্দ্রস্থল সুবিদখালী বন্দরের শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালীন রাত ৯টায় বিশেষ সভার আয়োজন করা হয়, যাতে আইনশৃঙ্খলা,নিরাপত্তা রক্ষাসহ পূজা সংক্রান্ত বিষয় আলোচনা ও দিক নির্দেশনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার, রাজনৈতিক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন মন্দির কমিটির সভাপতি এ্যাড. কালাচান সাহা।
পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন হিন্দু ধর্ম্বালবম্বীদের উদ্দেশে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলমান পারস্পরিক সহবস্থানে থেকে মিলেমিশে যার যার ধর্ম পালন করে থাকেন। তিনি সকলকে আশ্বস্ত করে আরও বলেন, চলমান দুর্গাপূজা নিরাপদে ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৫