• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ফরচুন হয়ে খেলবেন তাওহীদ হৃদয়

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১৮:৩৬ অপরাহ্ণ
বরিশালের ফরচুন হয়ে খেলবেন তাওহীদ হৃদয়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক ::: খানিকটা বিরতি দিয়ে আবারো চমকে দিলো ফরচুন বরিশাল। শক্তিশালী দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত হচ্ছে তারা। তামিম ইকবালের পর এবার মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কে দলে টানার খবর জানালো ফ্রাঞ্চাইজিটি।

গত আসরের মতো এবারো বরিশালে প্রাধান্য পাচ্ছেন দেশীয় ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবালকে আগেই নিশ্চিত করেছিল ফ্রাঞ্চাইজিটি, এবার যোগ হলেন মুশফিক ও হৃদয়।

শুক্রবার হৃদয়কে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল। ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লেখেছে, ‘তাওহীদ হৃদয় একজন বরিশাইল্লা।’ খানিকটা বাদে নিশ্চিত করা হয় মুশফিকের থেকে যাওয়ার বিষয়টাও।

গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন হৃদয়। টুর্নামেন্ট সর্বোচ্চ ২৪টি ছক্কা হাঁকিয়েছিলেন এই ২৩ বছর বয়সী, চার মেরেছিলেন ৩৭টি। ওই আসরে হৃদয় ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

১৪ ম্যাচে করেন ৪৬২ রান, স্ট্রাইকরেটও ছিল উঁচু মানের- ১৪৯.৫১। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনে কুমিল্লা এবারের বিপিএলে থাকছে না। সে কারণে বাধ্য হয়েই নতুন ঠিকানা খুঁজে নিতে হলো তাকে।

এদিকে গত আসরে থাকা মুশফিকুর রহিমকেও রেখে দিয়েছে দলটা। ব্যাট হাতে দারুণ কিছু ইনিংস উপহার দিয়ে বরিশালকে শিরোপা জেতাতে সাহায্য করেন মুশফিক।