মেহেন্দিগঞ্জ প্রতিনিধি, ফয়সাল হাওলাদার // বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের শ্রমিক কল্যান ফেডারেল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত সভায় একটি সুন্দর ও ইনসাফের মেহেন্দিগঞ্জ গড়ে তুলতে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ, সেক্রেটারি নুরে রাব্বি নাঈম, সংগঠনের পৌর কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি রাসেল সিকদার, অর্থ সম্পাদক ইসমাইল, ফার্মা ইউনিট এর সেক্রেটারি মোঃ নাইমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী এবং অধিকার আদায়ে সচেষ্ট থাকবে তাদের সংগঠন। সমাজে শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত তারা তাদের ন্যা্য্য পাওনা টুকু বুঝে পাচ্ছে না।
শ্রমিকদের পাশে অধিকার আদায়ে কাজ করবে তারা। বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে তাদের সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। এই সংগঠন খেটে খাওয়া মানুষদের আলোর পথ দেখায়। অন্ধকার থেকে দূরে রাখে। মানুষদের শান্তির পথের সন্ধান দেয়। আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া দেশ থেকে বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। তাহলে শ্রমজীবী মানুষরা সুখ-শান্তি ফিরে পাবে। আরও বলেন, শ্রমিকরা কাজ করে খেতে চায়। শ্রমিকরা সংঘাত চায় না। আমরা শ্রমিক-মালিকের সুসম্পর্ক চাই। রাসুল (সা.) বলেছেন, ‘শ্রমিক-মালিক ভাই ভাই। তাদের এক হতে হবে। তারা বিবাদে জড়ালে সেখানে উন্নয়ন হবে না।
মজুরি নির্ধারণ করে শ্রমিক নিয়োগ করতে হবে।’ কিন্তু আমাদের দেশে শ্রমিক নিয়োগের পূর্বে মজুরি ঠিক করা হয় না। আবার যেভাবে মজুরি ঠিক করা হয় সে অনুযায়ী দেওয়া হয় না। ফলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। আমরা চাই শ্রমিকদের অধিকার মালিকরা নিশ্চিত করবেন। তাদের বেতনভাতা সময়মত পরিশোধ করবেন। বকেয়া বেতন দিয়ে দিবেন। মালিকদের বেশি সতর্ক থাকা উচিত। কেননা রাসুল (সা.) বলেছেন, শ্রমিকদের অপরাধ দিনে সত্তরবার ক্ষমা করতে। এর অর্থ হচ্ছে, শ্রমিকরা ভুল করতে পারে। কিন্তু মালিকরা যেনো ভুল না করে। আজকে মালিকরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করলে দেশে আর কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে না।
শ্রমিকরা সুখে শান্তিতে থাকলে দেশ ভালো থাকবে। শ্রমিকরা অসন্তুষ্ট থাকলে দেশ ভালোভাবে চলতে পারবে না। সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক রাসেল সরদার, সদস্য আনোয়ার গাজী উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২১৯