পটুয়াখালী প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে এমন আয়োজন করা হয়। ফ্রী এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে যুবদল সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক। এসময় পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, এম এ মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদারসহ স্থানীয় বি এন পি ও যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কো-চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৮