
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি)’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই জাহিদ হাসানের নেতৃত্বে এক কেজি গাঁজাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে।
আজ রবিবার (১১ জানুয়ারী) ঢাকা – বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন রামপট্রি স্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – বরিশাল মহাসড়কের রামপট্রি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ আব্দুল সালাম নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম আব্দুল সালাম নামের একজনকে আটক করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩০