
আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও জননিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন থানা পরিদর্শন ও ফুলেল শুভেচছা গ্রহণ করেন।
(১২ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের, বরিশাল রেঞ্জ, ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পটুয়াখালী ও বরিশাল জেলার বিভিন্ন থানা আকস্মিক পরিদর্শন করেন।

তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানা, দশমিনা থানা, বাউফল থানা, দুমকি থানা এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা পরিদর্শন করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট থানাসমূহের ফোর্সের সার্বিক প্রস্তুতি, ডিউটির মান, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের অবস্থা সরেজমিনে পর্যালোচনা এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বলেন, দায়িত্ব পালনে, পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বরিশাল বিভাগের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ ধরনের নিয়মিত ও আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা, বরিশাল রেঞ্জ, (ডিআইজি) মোঃ মঞ্জুর মোর্শেদ আলমকে ফুলেল শুভেচছা জানান।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২০০