
আলোকিত সংবাদ ডেস্ক:: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার নবাগত (ওসি’র) নেতৃত্বে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই নাসিমের অভিযানে বিভিন্ন আবাসিক হোটেল থেকে নারী ও পুরুস’সহ ১৯জন’কে আটক।
আজ রবিবার (১৪ডিসেম্বর) পোর্ট রোড এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে ১১ পতিতা-নারীসহ ১৯জন’কে আটক করতে সক্ষম হয়েছে।
এধরণের অভিযান পরিচালনা করে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের প্রশংসায় ভাসছেন স্টিমারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন ও তার অভিযানিক টিমসহ থানার (ওসি) ও পুলিশের কমিশনার। এই অভিযান অব্যহত রাখতে অনুরোধ করেছে ব্যবসায়ীরা।
আলোকিত সংবাদ ডেস্ককে:বিষয়টি নিশ্চিত করেছেন,কোতয়ালী মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন বলেন, নগরের ৯ নং ওয়ার্ডস্থ পোর্টরোড এলাকার চিহ্নিত পতিতা ব্যবসায়ী আলামিনের আবাসিক হোটেল চিল ও পপুলারসহ বেশ কয়েকটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার অভিযোগে ১১ পতিতা-নারীসহ ১৯জনকে আটক করা হয়েছে।
এবিষয়ে আলোকিত সংবাদকে,কোতয়ালী মডেল থানার নবাগত (ওসি) আবদুল্লাহ-উল-মামুন বলেন,আমি কোতয়ালী থানায় যোগদান করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড হচ্ছে। এসব আবাসিক হোটেলের অনৈতিক ভিডিও দেখে আমি (বিএমপি) পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্যারের সাথে আলাপ আলোচনা করি। তার নির্দেশে জনসাধারণের নিরাপত্তা,আইন শৃঙ্খলা বজায় রাখতে, পোর্ট রোড এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১১ নারী ৭ জন পুরুষসহ ১৯জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং ভবিষ্যতে এসব হোটেলে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেলে,তাদের বিরুদ্ধে মানবপাচার মামলাসহ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২৫৮