• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে বিএমপি কমিশনারের কঠোর নিষেধাজ্ঞা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ২০:৩২ অপরাহ্ণ
বরিশালে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে বিএমপি কমিশনারের কঠোর নিষেধাজ্ঞা
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক ::: আগামী ৩১ শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এমনকি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়- নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনের লক্ষ্যে উন্মুক্ত স্থানে-রাস্তায় কনসার্ট ও নাচ গানের আয়োজন করা এবং পটকা, আতশবাজি, ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জারিকৃত গণবিজ্ঞপ্তিতে ২৯, ৩০ ও ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।