নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের মুলাদী উপজেলার নন্দীর বাজারে আগুন লেগে ২৭টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় লাগা এ আগুন ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন মুলাদী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য রহুল আমিন।
তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কাঠ ও টিন দিয়ে তৈরি মুদি, মনোহারী, চা, পান ও সিগারেটের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এআনে।
“আগুনে ২৭টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। এতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুই কোটি টাকার মালামাল রক্ষা করা গেছে।” নন্দী বাজারের দোকানি মাছুম শরীফ বলেন, “রাতে দোকান বন্ধ করে যে যার মত করে বাড়িতে চলে যাওয়ার পর রাত আড়াইটার সময় আগুন লাগার খবর পাই।”
তিনি বলেন, শাহীনের মুদি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। সংকীর্ণ পথের কারণে ফায়ার সার্ভিসের পৌঁছতে দেরি হয়। স্থানীয়রা সাধ্যমত চেষ্টা করেছেন আগুন নেভাতে। আগুনে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।” আগুনে নন্দীর বাজারের ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে মাছুম শরীফ জানান।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, “শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাজারে থাকা দোকানে তেলের ড্রামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।” আগুনে ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের পাশপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৭