• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপির নতুন কমান্ডার আব্দুস সামাদের যোগদান

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপির নতুন কমান্ডার আব্দুস সামাদের যোগদান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের নতুন কমান্ডার হিসেবে মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস যোগদান করেছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছেন এবং বুধবার (২৩ জুলাই) তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।

এরআগে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল রেঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বাহিনীর কার্যক্রম আরও বেগবান করবেন বলে আশা করা যাচ্ছে।

বরিশাল রেঞ্জ কার্যালয়ে নতুন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) সদন চাকমা, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, বরিশাল রেঞ্জের সার্কেল এ্যাডজুট্যান্ট আঃ মান্নান মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস ১৮তম বিসিএস’র মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি এ বাহিনীর বিভিন্ন জেলা, ব্যাটালিয়ন, রেঞ্জ পরিচালনা করেছেন। সর্বশেষ রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার হিসেবে নিয়োজিত থেকে সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।