নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল নগরীর রুপাতলী এলাকায় বাস থেকে যাওয়ার পথে এক মহিলার ব্যাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সন্দেহে দুই যুবককে পুলিশে দিলো জনতা।
আটককৃতরা হলেন, নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা মোঃ হাসমত আলীর ছেলে মোঃ ফিরোজ আলী ও মঙ্গল (২২) পিতা কালু।
বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে রুপাতলী এলাকায় কয়েকটি ছিনতাইকারী চক্র যাত্রীদের ভ্যানিটি ব্যাগ,মোবাইল ও বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টি যাত্রীরা বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামের কাছে অবগত করলে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রুপাতলী এলাকার ছিনতাইকারীদের নজরে রাখেন।
আজ বাকেরগঞ্জ উপজেলা থেকে আসা এক বৃদ্ধ মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সন্দেহে তাদের বাস স্টাফরা দুই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়ন নেতা সবুর জোমাদ্দার বলেন, সৈরাচার সরকার আমলে রুপাতলী এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটতে। বর্তমানে রুপাতলী এলাকার কোনো পকেটমার,ইভটিজিার, ছিনতাইকারীর রক্ষা হবে না।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রুপাতলী এলাকা থেকে দুই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৩৬