ভোলা প্রতিনিধি ::: ভোলার লালমোহনে একটি প্রবহমান খাল দখল করে পৌরসভার মাল্টিপারপাস মার্কেট নির্মাণ করায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে অল্প বৃষ্টিতেই আশপাশের এলাকা তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর শহরের ব্যবসায়ী ও বাসিন্দারা। তাই তারা দ্রুত এই খাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, খালটি লালমোহন খাল থেকে বয়ে যাওয়া ২০-২৫ ফুট প্রশস্ত একটি সংযোগ খাল। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে থানার মোড় হয়ে পূর্ব দিকের আরেকটি খালে গিয়ে মিশেছে। জেলা পরিষদের আওতাধীন খালটি প্রথমে ৩-৪ ফুট প্রশস্ত ড্রেনে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে ড্রেনের উপর নির্মিত হয় মাল্টিপারপাস মার্কেট।
আইন অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বেআইনি হলেও, সে নিয়ম না মেনে মার্কেট নির্মাণ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ থাকায় শুকনো মৌসুমে জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়ায় এবং মশার উপদ্রব ভয়াবহ হয়ে ওঠে।
এ বিষয়ে লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ৫ আগস্টের পরে জেলা পরিষদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, এরপরই তারা মার্কেটের ঘরগুলো বরাদ্দ দিয়েছেন।”
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত করে দেখব।”
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৩