• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা টিএসপি সার জব্দ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা টিএসপি সার জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আমন মৌসুমের শুরুতে সার পাচারকারী চক্র সক্রিয় হতে শুরু করেছে। এই চক্রকে হাতেনাতে আটক করে আইনের আওতায় আনতে সর্বদায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

মনপুরায় পাচারকালে তজুমদ্দিন সুইজঘাট থেকে ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করে তজুমদ্দিন থানা পুলিশ। এসময় কৃষি অফিস পুলিশকে পর্যাপ্ত সহযোগীতা করেন বলেও জানা যায়।

সুত্রে জানা গেছে, শশীগঞ্জ সুইজঘাট, চৌমুহনী লঞ্চঘাট, হাকিমুদ্দিন লঞ্চঘাটসহ বিভিন্ন ঘাট দিয়ে মনপুরায়, নোয়াখালী, চেয়ারম্যানঘাট, হাতিয়ায় সার পাচারকারীদের জন্য নিরাপদ রুট হওয়ায় সব সময় পাচারকারীরা এসব রুটগুলি ব্যবহার করেন থাকেন।

আমন মৌসুমের শুরুতে সার পাচারকারীরা সার পাচারে সক্রিয়া হয়ে উঠে। যার অংশ হিসেবে গত ৭ সেপ্টেম্বর বিকালে তজুমদ্দিন টু মনপুরা রুটে চলাচলকারী সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা চ্যালেঞ্জ করে।

এসময় নসিমনসহ পাচারকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ৫৫ বস্তা সরকারি টিএসপি সার শশীগঞ্জ সুইজঘাট থেকে তজুমদ্দিন থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসেন ।

তবে সার জব্দ করতে তজুমদ্দিন কৃষি অফিস পুলিশকে যথেষ্ট সহযোগীতা করেন। শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মোঃ নুরনবী জানান,সি-ট্রাক যোগে মনপুরা নেয়ার উদ্দেশ্যে সারগুলো ঘাটে রেখে নসিমন সহ চালক চলে যায়।

ঘাট শ্রমিকরা সী-ট্রাকে উঠানোর সময় এলাকার কয়েকজন বাঁধা দেওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে জব্দ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইব্রাহিম জানান, আমরা প্রতিদিন আমাদের ডিলারদের গোডাউনের ষ্টক রেজিষ্টার অনুযায়ী মালামালের হিসাব মিলাই। পাচারকারীদের তজুমদ্দিন থেকে সার পাচার করার কোন সুযোগ নেই।

তারপরও আমরা উপজেলা কৃষি অফিস সার পাচারকারী চক্রের বিরুদ্ধে সার্বক্ষণিক সজাগ রয়েছি। তজুমদ্দিন সুইজঘাটে আটক সার বেওয়ারিশ সার। সারের সাথে কাউকে পাওয়া যায়নি।

তবুও সার পাচারকারীতের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে। যেহেতু সারগুলি পুলিশ জব্দ করছে সেহেতু পুলিশ সহায়তা চাইলে অবশ্যই তাদের সহযোগীতা করা হবে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন, জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে। সার আটকের বিষয়টি বিজ্ঞ আদালতকে জানানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে আইনী প্রকৃয়া গ্রহণ করা হবে।