নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল বিভাগের ছয় জেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে পুরো বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির কেন্দ্রীয় সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু।
মিন্টু বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের দলের সদস্য করা না হলে তারা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ্য রাখতে হবে এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামিরা বিএনপিতে ঢুকে পড়তে না পারেন।’
তিনি বলেন, ‘নতুন সদস্য বাড়ানো না হলে বিএনপি দেশের সবচেয়ে বড় দলের আধিপত্য থাকবে না। যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীলরা তারাই বিএনপির সদস্য হতে পারবেন। সদস্য সংগ্রহে যারা দায়িত্ব নিয়েছেন এবং পেয়েছেন, ২ মাস পড়ে দেখবো জেলায় জেলায় কতটা সদস্য বাড়ল।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভেতর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দ্বন্দ নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর বিএনপিতে অনেক প্রার্থীর ভিড়ে বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের দল ক্ষমতায় যেতে পারে।’
কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেস্টা মজিবর রহমান সরোয়ার, ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, তারিকুল আলম তেনজিং প্রমুখ।
উৎসবমুখর এ অনুষ্ঠানে ছয় জেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৫৮