নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে পাঁচজনকে আটক করেছে দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ পালিয়েছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান। পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দু’জনের হাত আটকে রেখেছিল পুলিশ। আটক হওয়া অন্য ব্যক্তিরা হলেন, মামুন ও আল-আমিন,রাজু। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ।
এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২১০