• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদারের সফল অভিযান: ১০ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার!

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ২১, ২০২৫, ১৯:০০ অপরাহ্ণ
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদারের সফল অভিযান: ১০ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদারের সফল অভিযান ১০ কেজি গাঁজাসহ নয়ন তালুকদার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআই তরিকুজ্জামান মোঃ আজমল উদ্দিন ঠাকুরসহ সাঙ্গীয় ফোর্স।

বুধবার (২১ মে) সকালে নগরীর গড়িয়ারপারের ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। ওসি বলেন, নয়ন ঢাকা থেকে মাহিন্দ্রায় (থ্রিহুইলার) ড্রাম ভর্তি করে গাঁজা নিয়ে বরিশালের বানারীপাড়া যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়মিত অভিযান চলছিল। এসময় একটি মাহিন্দ্রার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়িতে থাকা ড্রামের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার দাম আনুমানিক ৬ লাখ টাকা। এ সময় নয়নকে আটক করা হয়।

এ ঘটনায় সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।